
সড়কের মতো দেশের রাজনীতিতেও দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া আচরণের কারণে সড়কের মতো রাজনীতিতেও দুর্ঘটনা ঘটতে পারে।
আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপির মন্তব্য ঠিক বেপরোয়া চালকের মতো, যে কোনো সময় তাদেরও দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।’