t সাবেক ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন নামে নিউমার্কেট চত্বরের নামকরণ করেছে চসিক – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন নামে নিউমার্কেট চত্বরের নামকরণ করেছে চসিক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দুবৃর্ত্তদের হাতে নিহত চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা  কামাল উদ্দিনের নামে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট চত্বরকে নামকরণ করা হয়েছে শহীদ কামাল উদ্দিন চত্বর।

চসিক নির্বাচিত পরিষদের ৫১তম সাধারন সভায় নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর এর নামকরণে সিন্ধান্ত গৃহীত হয় বলে জানায় সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়-শহীদ কামাল উদ্দিনের নামে নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর হিসেবে নামকরণের দাবী জানিয়ে আসছিল সিটি কলেজ ছাত্র সংসদ ও কলেজ শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীদের এই দাবীর প্রতি সম্মান জানিয়ে এ দিকে চসিকের নির্বাচিত পরিষদ নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর নামে নামকরণের ঘোষণা করায় গতকাল রবিবার বিকালে শহীদ কামাল উদ্দিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

মেয়রের সাথে দেখা করেন শহীদ কামাল উদ্দিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দর।

জানাগেছে, ১৯৮৮ সালের ১৬ আগষ্ট ছাত্রনেতা কামাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার সহযোদ্ধার চিকিৎসার্থে রক্ত দিতে গিয়ে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২১ আগষ্ট মৃত্যুবরণ করেন। কামাল উদ্দিন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত জিএস ছিলেন।

এছাড়া নগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সাক্ষাতকালে সাবেক ছাত্রলীগ নেতারা এ নামকরণের জন্য সিটি মেয়রের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিটি কর্পোরেশন টাইগারপাস কনফারেন্স হলে এ সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান লিপন। এ সময় অন্যান্যদের মধ্যে শহীদ কামালউদ্দিন স্মৃতি সংসদের উপদেষ্টা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের,মো:মোরশেদ আকতার চৌধুরী, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, মশিউর রহমান, সাইদুর রহমান,মাকসুদ আলম বাবুল,আতাউল্লাহ চৌধুরী,মাঈনউদ্দিন খসরু,তাবিজ সুলতান শামীম আহমেদ,মাহবুবুল হক সুমন,হাসানুর রহমান, আব্দুল হাই,মাহবুবুল হক, শওকত হোসেন,পুলক খাস্তগীর,জহির উদ্দিন বাবর,আব্দুস সালাম মাসুম মো: সাইফুদ্দিন ও সাদেক হোসেন পাপ্পু উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন শহীদ কামাল উদ্দিন রাজনীতিকে ব্রত হিসেবে চর্চা করেছে। ত্যাগকেই রাজনীতির মূলমন্ত্র বলে ধারণ করেছিলেন শহীদ কামাল। তিনি বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে শহীদ কামাল উদ্দিন ছিল অন্যতম। গুণী নেতাদেরকে নতুন প্রজন্মের কাছে স্মরনীয় ও বরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ উদ্যোগ গ্রহন করেছে। মেয়র শহীদ কামালউদ্দিনের নীতি ও আদর্শকে ধারণ করে শহীদ কামালউদ্দিন স্মৃতি সংসদের নেতা-কর্মীদেরকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা সিটি মেয়র আলহাজ্ব আ,জ.ম. নাছির উদ্দীন ও নির্বাচিত ৫ম পরিষদের সদস্যদের অভিন্দন জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print