t অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে: আবু সুফিয়ান – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে: আবু সুফিয়ান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের অত্যাচার নিপীড়নের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। সংসদীয় গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার নেতৃত্বে যে অবৈধ সরকার ক্ষমতাসীন রয়েছে তারা একদিকে দেশে রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্য কায়েম করেছে।

বেগম খালেদা জিয়াকে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার কুমানসে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের অব্যাহত নির্যাতন নিপীড়নে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখনই প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ নেই।

তিনি আজ শনিবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আবু সুফিয়ান আরো বলেন, সারাদেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ১/১১ সরকার যেভাবে বানোয়াট মামলা দিয়ে জেলে পুরে রেখেছিল ক্ষমতাসীন হাসিনা সরকারও ১/১১ এর ধারাবাহিকতায় বেগম জিয়াসহ বিএনপির ৪০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে দেশব্যাপি ১ কোটির বেশী মামলা করেছে। জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, এই সরকার সংবিধান বিচারালয় জনমত কোন কিছুরই তোয়াক্কা করছে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে গ্রাম-ওয়ার্ড-ইউনিয়ন, জেলা-উপজেলায় সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাছ, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, মো. ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এম এ রহিম, বদরুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মোজাম্মেল হক, মুজিবুর রহমান চেয়ারম্যান, আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, অ্যাড. ফৌজুল আমিন, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দীন, হাজী রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়া উদ্দিন আশফাক, জামাল হোসেন, লোকমান হোসেন মানিক, এস এম সলিম উদ্দিন চৌধুরী খোকন, চেয়ারম্যান আবুল কালাম আবু, ইব্রাহিম খলিল চেয়ারম্যান, এড. আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এস এম শাহজাহান, ছাত্রদল সভাপতি শহিদুল আলম শহিদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, ছাত্রদল সাধারণ সম্পাদক মো. মহসিন, মুক্তিযোদ্ধা আইয়ুব খান, মহিলা দল নেত্রী আফরোজা বেগম জলি প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print