t হাতির আক্রমণে নিহত, পরিবার প্রতি পাবে একলাখ টাকা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাতির আক্রমণে নিহত, পরিবার প্রতি পাবে একলাখ টাকা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির আক্রমণের নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সরকারিভাবে দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্থরাও পাবে ক্ষতি পূরণ।

আজ রবিবার দুপুরে নিহতদের পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন রবিবার হাতির আক্রমণে নিহতদের ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্থদের ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারি সহায়তা প্রদানে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন,হাতির আক্রমণে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

.

তিনি বলেন, বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বন্য প্রাণী সংরক্ষণ অধিদফতরের বিশেষজ্ঞদল ও বন বিভাগের কর্মকর্তাগণ এ ব্যাপারে যৌথভাবে কাজ করছেন।

ইউএনও আরো বলেন, পুনরায় এ দুর্ঘটনা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাদের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতি নিরুপণ করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতি পূরণ দেওয়া হবে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

এর আগে আজ রবিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে হাতির আক্রমণে এক শিক্ষকসহ ৩জন নিহত হন।

নিহতরা হলেন, চরণদ্বীপ ইউনিয়নের চাঁদেরহাট পূর্ব সৈয়দ নগর এলাকার জাকের হোসেন (৬৫), কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল শরীফ পাড়ার আবু তাহের মিস্ত্রী (৬৫) ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার আব্দুল মাবুদ (৬০)।

এ ঘটনায় বোয়ালখালী জুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে লোকালয়ে তান্ডব চালিয়ে হাতির পালটি জ্যৈষ্ঠপুরা পাহাড়ের দিকে চলে গেছে।

গতকাল শনিবার ভোর থেকে সাত থেকে নয়টি হাতির একটি পাল পূর্ব কধুরখীল ইউনিয়নে অবস্থান নিয়েছিল। দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত দুই দিন ধরে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে এক বন্য হাতির পাল পাহাড় থেকে নেমে লোকালয়ে অবস্থান করছিল। এই পালে বাচ্চাসহ নয় হাতি রয়েছে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছে। এই হাতির পাল দুই ভাগে বিভক্ত হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু ঘটে।

এদিকে হাতি লোকালয়ে নেমে আসার বিষয়টি আগেই স্থানীয় বন বিভাগ এবং উপজেলা প্রশাসনকে জানানো হলেও তারা কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print