
চট্টগ্রামের কর্নফুলী থানার মইজ্যারটেক এলাকায় গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস উল্টে ৩০জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ফোর এইচ গ্রুপের শ্রমিকবাহী বাসটি উল্টে যায়। আহতদের মধ্যে ২০জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
