
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার কর্ণফুলী ইপিজেডের এক নম্বর সেক্টরের ত্রিপল ও লোহার অ্যাঙ্গেল তৈরীর একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বেশকিছু কাঁচামাল পুড়ে গেছে
বুধবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে এইচকেডি ইনোভেশনস লিমিটেডের এক নম্বর কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে কারখানায় আগুন খবর পেয়ে দুটি ফায়ার স্টেশন থেকে ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে তিনি জানান।
