t কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় সহপাটিকে পেটাল ছাত্রীরা (ভিডিও) – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় সহপাটিকে পেটাল ছাত্রীরা (ভিডিও)

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ছাত্রকে মারধর করেছেন সহপাঠী ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পরে ওইদিন রাতেই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কলেজ পোশাক পরে এক ছাত্রকে তিন ছাত্রী মিলে মারধর করছেন। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে যে চারজন শিক্ষার্থীকে দেখা যায় তারা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা।

কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মানবিক বিভাগের এক ছাত্র তার এক নারী সহপাঠীকে অশালীন প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে সে ছাত্রীর শরীরে স্পর্শ করার চেষ্টা করলে ওই ছাত্রী সেখান থেকে সরে গিয়ে পাশে থাকা তার সহপাঠী ছাত্রীদের জানান। পরে তারা এসে সহপাঠীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেন। একপর্যায়ে তিনজন ছাত্রী মিলে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করেন। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি দেখার পর আমি শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করেছে। এ ধরনের অপকর্মে জড়িত থাকলে আমরা অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। ভুক্তভোগীরা কলেজের প্রশাসনের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতাম। ’

তিনি আরও বলেন, ‘রবিবার (১ ডিসেম্বর) আমি তাদের ডেকেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print