t আ.লীগের কাউন্সিল: কাজীর দেউড়ি, ওয়াসা ও চট্টেশ্বরী সড়কে যানচলাচল বন্ধ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আ.লীগের কাউন্সিল: কাজীর দেউড়ি, ওয়াসা ও চট্টেশ্বরী সড়কে যানচলাচল বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল) শুরু হবে আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এ কারণে কাজীর দেউড়ী ওয়াসার মোড় ও চট্টেশ্বরী সড়কে বেলা ২টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

ফলে এ সড়কের যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

.

বেলা আড়াইটার দিকে কাজীর দেউড়ি মোড়ে চট্টেশ্বরী রোড়ে যাতায়াতকারী সিএনজি চালক ও রিকশা চালকদের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। যানবাহন চালকরা কেন সড়ক বন্ধ করা হয়েছে জানতে চায় ট্রাফিক পুলিশের কাছে।

এসময় রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স চট্টেশ্বরী সড়ক দিয়ে চমেক হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এ্যাম্বুলেন্সটিকে যেতে দেয়নি।  রোগীর স্বজন এবং চালকের অনরোধেও পুলিশ রাখেনি। পরে এটি আসকার দীঘির পাড় দিয়ে চলে যায়।

.

সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন- কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। তাই নেতাকর্মীদের যাতাযাতের সুবিধার্থে উপর থেকে নির্দেশ দিয়েছে সড়ক বন্ধ করে দিতে। তাই আমরা সড়কে রোড় ডিভাইডার দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছি।

এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কাউন্সিল অধিবেশনে মনোনীত কাউন্সিল ছাড়া অন্য কোন নেতাকর্মী প্রবেশাধিকার না থাকলেও বেলা ১টা থেকে দলে দলে নেতাকর্মীরা কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেশন হলের সামনে ভীড় করেছে। সেখানে সহ পুরো কাজীর দেউড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

.

জানাগেছে, কাউন্সিল অথিবেশনটি শুধু কাউন্সিলরদের জন্য। ৩৬৬ জন কাউন্সিলর রয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগে। এখানে কাউন্সিলরা তাদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

এর আগে সকালে লালদিঘীর ময়দানে চেয়ার ভাঙচুর ও মারামারির মধ্য দিয়ে শুরু হয় দলের সম্মেলন। সেখানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print