
রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
তাৎক্ষণিক কোনও হতাহতের তেমন কোনও তথ্য না পেলেও দুইশর অধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কালশীর বাউনিয়া বাঁধ এলাকার ওই বস্তিতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বস্তির বাসিন্দারা জানায়, আগুন লাগার সাথে সাথেই তারা ফায়ার সার্ভিসকে জানালেও ঘটনাস্থলে আসতে ফায়ার সার্ভিস অনেক সময় নেয় ফলে আগুনের মাত্রা বেড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়।
এদিকে রাত পৌনে ২টার দিকে কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখনো কিছু আগুন আছে টিনের ফাঁকে ফাঁকে। প্রথমে ১১টি ইউনিট কাজ করলেও এখন ৫টি ইউনিট করছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন আর বাড়ার সম্ভবনা নেই আপাতত এখন মূল কাজ হলো আগুন নির্বাপন করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা।