
চট্টগ্রাম অফিসঃচট্টগ্রাম নগরীর পতেঙ্গার সী বিচ এলাকায় শিপিং স্টোরের অফিসে অগ্নিকাণ্ডের মো. জাবেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জাবেদ কুমিল্লার লাঙ্গলকোটের নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।বুধবার (১ জানুয়ারি) কাটগড় এলাকায় মো. আজিজের মালিকানাধীন ওই দুটি শিপিং স্টোরের অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, পতেঙ্গা সী বিচ সাগরে এ পর্যটকদের বিনোদনের জন্য চলাচলকারী স্প্রীড বোটের অফিসে (দ্বিতীয় তলা মার্কেট) রাখা দাহ্য পদার্থ (অকটেন) থেকে গভীর রাতে দুটি কক্ষে আগুন লাগে এতে সেখানে ঘুমিয়ে থাকা জাবেদ দগ্ধ হয়ে মারা যায়।আগুন লাগার খবর পেয়ে পতেঙ্গা ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ী গিয়ে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।আগুনে প্রায় ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি ও ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।