
কক্সজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সমুদা বেগম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (০৫ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং খারাংখালী সীমান্ত সংলগ্ন লবণ মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। সমুদা হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নূর সালামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, ভোরে হোয়াইক্যং খারাংখালী সংলগ্ন লবণ মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় বেড়িবাঁধ এলাকা দিয়ে একদল নারী-পুরুষ এলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে এএসআই আরিফুর, কনস্টেবল রুবেল, রাসেল ও হাবিব আহত হন। এসময় আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে। ওই নারীকে প্রথমে টেকনাফ উপজেলা কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
