ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রাম্পের মাথার জন্য কোটি কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানীদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে কোটি কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিলে পাবেন ৮০ মিলিয়ন ডলার। জেলারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার ঘটনার পর ইরান থেকে এই ঘোষণা এলো।

রবিবার কাসেম সোলেইমানির জানাজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সম্প্রচার করা হয়। এসময় সেখানে বলা হয়, প্রত্যক ইরানি এক ডলার করে দান করবে, যার পুরো অর্থ সেই ব্যক্তিকে দেয়া হবে যিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৮০ মিলিয়ন বাসিন্দা। জনসংখ্যার ভিত্তিতে আমরা ৮০ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করবো। যেই ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে বা হত্যা করবে তাকে এই পুরো অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে।

ঘোষণায় আরও বলা হয়, প্রত্যক ইরানীর উচিৎ এক ডলার করে দান করা। তবে ইরান সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

গত শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।

এদিকে সোলেইমানির মৃত্যুতে চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, ‘এমন দুঃসাহসিক সন্ত্রাসীমূলক কাজের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়া অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত ভুল, এবং যুক্তরাষ্ট্র সহজেই এর পরিণতি থেকে পাড় পাবে না।

তবে যুক্তরাষ্ট্রের ওপর কী ধরণের প্রতিশোধ নিবে তার বিস্তারিত কিছু জানায়নি ইরান। তবে যুক্তরাষ্ট্রকে কড়া মাশুল দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে দেশটি। ডেইলি মিরর, ইএন২৪।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print