চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া হিন্দু বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
অভিযানে তাদের কাছ থেকে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিন তেলের দুটি কন্টেইনার, কেরোসিন তেলের একটি বোতল, তিনটি খালি প্লাস্টিকের বস্তা, একটি মোবাইল ফোন, একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব বলেন,দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে বিভিন্ন ব্যক্তির বসতঘরে একাধিক অগ্নিসংযোগ করে। প্রতিটি ঘটনাস্থল থেকে বিশেষ ধরনের উসকানিমূলক ব্যানার উদ্ধার করা হয়, যা ‘অ্যাংকর’ ব্র্যান্ডের মোটর ভূষি ও অন্যান্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ছিল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আঘে উদ্ধার না হওয়া অস্ত্রের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর বিভিন্ন থানায় হামলা করা হয়। থানার অনেক অস্ত্র লুট করা হয়। এসব অস্ত্র উদ্ধার তো আমাদের জন্য চ্যালেঞ্জ নিঃসন্দেহে। কিন্তু অস্ত্র এখনো যেগুলো আমরা পাইনি, সেগুলো এখনো আমাদের জন্য কেউ চ্যালেঞ্জ হিসেবে বের করতে সাহস পাবে বলে আমার মনে হয় না।
