ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অ্যাম্বুলেন্সের নীচে চাপা পড়ে মা-ছেলে নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1473233302
ছবি প্রতিকী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে মা ছেলেসহ ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা ঢামেক হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঢামেক হাসপাতালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সাকিব (৬) ও অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি নিহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে সাকিবের মা গুলেনূর বেগম (৩০) মারা যান। গুলেনুরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি এলাকায়। তার স্বামীর নাম ফেরদৌস।

এ ঘটনায় আহতরা হলেন- সূর্য বেগম (৪০) ও তার ছেলে সজীব (৮), রমজান আলী (৪৫) বাচ্চু মিয়া (৩৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর গোবিন্দ সরকার জানান, ঢামেক হাসপাতালে ঢোকার সময় হঠাৎ করেই চালক পথচারীদের উপর দিয়ে অ্যাম্বুলেন্সটি উঠিয়ে দেন। অল্পের জন্য আমি প্রাণে বেঁচে যাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলেনূর বেগম তার ছেলে সাকিব অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য শুক্রবার (১৪ অক্টোবর) পটুয়াখালী থেকে ঢাকায় আসেন রায়েরবাগে এক আত্মীয়ের বাসায় উঠেন। সকালে স্বামীসহ ছেলেকে নিয়ে রিক্সাযোগে ঢামেক হাসপাতালে আসেন। হাসপাতালের প্রবেশমুখে পৌঁছার পর রিক্সাভাড়া মিটিয়ে দেওযার পর পরই অ্যাম্বুলেন্সটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাকিব নিহত হয়। গুলেনূর বেগম গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নাহার গুলেনূর বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ৩টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে সূর্য বেগম অবস্থা গুরুতর। তিনি আরও জানান, অ্যাম্বুলেন্স চালক সোহেল (২৪) ও অ্যাম্বুলেন্সেটি (সিলেট মেট্রো-হ ৭১- ০০৬৪০) আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।

এদিকে গুরুতর আহত সূর্য বেগম অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ায় তার পেটের ভুড়ি বের হয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অপারেশন করা হয়। সুর্য বেগম ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। অপারেশনের সময় ডাক্তাররা তার পেট থেকে একটি মৃত সন্তান বের করেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print