t জুন পর্যন্ত বিলম্ব ফি মওকুফ করেছে চট্টগ্রাম ওয়াসা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জুন পর্যন্ত বিলম্ব ফি মওকুফ করেছে চট্টগ্রাম ওয়াসা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামী জুন মাস পর্যন্ত পানির বিলের বিলম্ব ফি মওকূফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

আজ শনিবার ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ। তিনি সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের প্রভাবে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে চলমান বিধি নিষেধের কারণে গ্রাহকদের বিল পরিশোধে নানা অসুবিধায় পড়তে হচ্ছে বলে বিলম্ব ফি না নেয়ার বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও সম্মতি নেয়া হয়েছে।

অন্যদিকে করোনা ভাইরাসের প্রভাবে বারবার হাতধোয়া, একাধিকবার গোসল এবং কাপড়ধোয়া বেড়ে যাওয়ায় দৈনিক ৭ কোটি লিটার অতিরিক্ত পানি ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। আবাসিক গ্রাহকদের অতিরিক্ত এই পানির চাহিদা মেটাতে ডিপ টিউবয়েলের মাধ্যমে আরও প্রায় দেড় কোটি লিটার পানির উৎপাদন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

একেএম ফজলুল্লাহ জানান, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পানি উৎপাদন ও সরবরাহে নিয়োজিত তিন শতাধিক প্রকৌশলী ও কর্মীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্লান্টেই তাদের সার্বক্ষণিক অবস্থান নিশ্চিত করেছে। যাতে বাইরে আসা-যাওয়া করে কেউ করোনা সংক্রমিত না হয়। এ লক্ষ্যে তাদের প্লান্টে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রামে বর্তমানে পানির চাহিদা রয়েছে দৈনিক ৪২ কোটি লিটার। এরমধ্যে চট্টগ্রাম ওয়াসা দৈনিক ৩৬ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করছে। ৭ কোটি লিটার বাড়তি চাহিদার বিপরীতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রায় দেড়কোটি লিটার উৎপাদন বাড়ানো হয়েছে।

আগামী রমজান মাসেও যাতে পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সে লক্ষ্যে চলমান উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

শেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য মহসীন কাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেন, প্রধান প্রকৌশলী মো: মাকসুদ আলম প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print