
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আজগর আলী মাদামবিবিরহাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের হিসাব রক্ষক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, আজগর আলী রাতের ডিউটিতে আসার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ী রাউজান থানায় বলে জানা যায়।