
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় অস্ত্র সরবরাহকারী জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), সেলিম মিয়া (৪৫), তৌফিকুল ইসলাম ওরফে ডাক্তার তৌফিক (৩২)।
বুধবার রাত ৯টায় দারুসসালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির (মিডিয়া) সহকারী কমিশনার (এসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারের সময় হ্যান্ডগ্রেনেড তৈরির উপকরণ, ৭৮৭টি ডেটোনেটর, একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জঙ্গিরা জানিয়েছে, ভারতীয় সীমান্ত থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত তারা। সম্পতি দেশে যেসব জঙ্গি হামলা হয়েছে সেসব হামলার অস্ত্র বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেছে তারা।
হাফিজুর রহমান আরো জানান, মিজানুর রহমানকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের জেএমবির দায়িত্বশীল নেতা। হলি আর্টিজানে হামলার আগে এ হামলার পরিকল্পনাকারী তানিম চৌধুরি ও মারজানের কাছে সরাসরি অস্ত্র সরবরাহ করেছেন তিনি।
