
চট্টগ্রামে আরও ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯৯১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৯০ জন এবং উপজেলায় ২৭ জন।
আজ শনিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয় এতে ১১৭ জনের করোনা শনাক্ত হয়। গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১০৫ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫২টি পরীক্ষায় ২৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৮০টি পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৬টি পরীক্ষায় ২৭ জন,ক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ৯জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করে আরও ২৫ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।