
কক্সবাজারের টেকনাফ গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড সদস্যরা।
গতকাল শনিবার মধ্য রাতে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন টেকনাফ বড়ঢিল এলাকা হতে প্রায় ২৫/৩০ নটিক্যাল মাইল উল্টর পশ্চিমে গভীরসমুদ্রে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- মহররম আলী (৪৪) পিতা মৃত খইল্লামিয়া, আব্দুল শুক্কুর (২৬) পিতা ফয়সাল আহমেদ, আমানুল্লাহ (২৮) পিতা দুদুমিয়া, নুরুল আলম (৩৮) পিতা রশিদ আহমেদ, আব্দুল মোন্নাফ (৩৫) পিতা মৃত আবু তালেব, জাহিদ হোসেন (৩৩) পিতা আবুল হোসেন ও আব্দুল পেডান (২২) পিতা মৃত জামাল হোসেন। আটককৃত সবাই টেকনাফের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডে পূর্ব জোনের মিডিয়া সেলের প্রধান লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন- ২০ সেপ্টেম্বর মধ্যরাতে গোপন খবরের ভিক্তিতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের নৌকায় তল্লাশী চালিয়ে ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ৭ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।