
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মার্কেটিং বিভাগের প্রথম বিভাগীয় সভাপতি অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)
গতকাল শনিবার রাত ৮ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. সালামত উল্ল্যা ভূঁইয়া। তিনি বলেন, লাশ ঢাকা থেকে আনা হচ্ছে।স্যারের করোনা হয়েছিল, করোনার থেকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি। তার করোনার ফলে যে অক্সিজেন স্যাচুরেশান ফল্ করেছিল, এটা আর ইম্প্রুভ হয়নি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. (অনার্স), ১৯৭০ সালে একই প্রতিষ্ঠান থেকে এম.কম. এবং ১৯৭৭ সালে ডরহাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে এম.এসসি. সম্পন্ন করেন। এছাড়াও, তিনি ২ ফেব্রুয়ারি ২০০২ থেকে ২ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত চবির উপাচার্যের দায়িত্ব পালন করেন এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ দীর্ঘদিন অধ্যাপনা করেন।