ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২ উপজাতী সন্ত্রাসী নিহত

গুলিবিদ্ধ আহত সেনা সদস্যকে সিএমএইচ এ নেয়া হচ্ছে।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত উপজাতী সন্ত্রাসী।

আলমগীর মানিক,রাঙামাটিঃ
রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর টহলবোটে গুলি চালিয়েছে পাহাড়িদের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ’র সন্ত্রাসীরা।  এসময় সেনাবাহিনী ও ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে ২ জন সন্ত্রাসী নিহত ও সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ১ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার পাঁচটার সময় নানিয়ারচর উপজেলা সদরের খারিক্ষণ এলাকার রউফ টিলায় চলন্ত স্প্রীড বোটে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত সেনাবাহিনীর সদস্য শাহাবুদ্দিন (২৮) সেনা ইউনিট ২০ বীর এ কর্মরত ছিলো বলে জানাগেছে।

হামলার ঘটনার পরপরই আহত সৈনিককে রাঙামাটিস্থ রুমা সিএমএইচ এ নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় হেলিকপ্টারের সহায়তায় চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে। বর্তমান তিনি আশংকামুক্ত আছেন বলে বাহিনীসূত্র নিশ্চিত করেছে।

গুলিবিদ্ধ আহত সেনা সদস্যকে সিএমএইচ এ নেয়া হচ্ছে।

এই হামলার পরবর্তী আত্মরক্ষাতে সেনাটহল দল কর্তৃক পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। নিহতরা দুই জনেই পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় কর্মী এবং ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক অস্ত্র একে-২২ এসএমজি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র।

উদ্ধার করা অস্ত্র।

রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর দুইজন নিহত হয়েছে বলে নিশ্চিত করে পাঠক ডট নিউজকে জানিয়েছেন নিহত একজনের নাম রকেট চাকমা জানতে পারলেও অপরজনের নাম এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তল্লাশী অভিযান চলছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিকেলে একজন মেজরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম স্প্রীড বোটযোগে রউফ চত্বরে বিশেষ অভিযানে যায়।
বিকেল পাঁচটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অপর একটি স্প্রীডবোট যোগে বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে উঠার আগেই সেনাটহল দলটির উপর গুলি চালাতে থাকে। এসময় বোটে থাকা এক সেনা সদস্যের বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়ে বগলের পেছন থেকে বের হয়ে যায়। প্রসিত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা এসময় ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে সংশ্লিষ্ট্য সূত্রে জানাগেছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print