
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৫) নামে বহুরূপী এক প্রতারক’কে গ্রেফতারকরেছে র্যাব-৭।
মঙ্গলবার রাতে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, প্রতারক মাসুন রানা কখনো গোয়েন্দা পুলিশ, কখনো বন্দরের নিরাপত্তা কর্মকর্তা, কখনো সাংবাদিক পরিচয়সহ নানাবিধ মিথ্যা পরিচয় ব্যবহার করে জনসাধারণের নিকট থেকে বিভিন্ন সময় প্রতারনামূলকভাবে ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। তার নিকট থেকে একটি নকল পিস্তল, এক সেট, ১টি, বুট-১ জোড়া, চাকু ৮টি, চাইনিজ কুড়াল- ১টি, পত্রিকার আইডি কার্ড- ২ টি জব্দ করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কখনো গোয়েন্দা পুলিশ এবং কখনো সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সাধারণ জনগনকে হয়রানি করছে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলে স্বীকার করেছে।