
দেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক আট্যার্নি জেনারেল ব্যারিস্টার রফিক- উল-হক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ঈলাহির রাজিউন)।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রখ্যাত এই আইনজীবী রফিক-উল-হকের মৃত্যুতে চট্রগ্রাম মহানগর বিএনপি ও উনার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি যেন মরহুমকে জান্নতুল ফেরদৌস নসিব করুক। আমিন।