
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কে ভাইয়ার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, কক্সবাজার মূখী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা হেলমেটবিহীন ৩ জনের একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলেই এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় স্থানীয়রা দ্রুত আহত একজনকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেয়ার পর তারিকুল আলম (২৭) নামে ওই ব্যাক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে বলে জানা গেছে ।
দুর্ঘটনায় আহত অন্য দুই মোটরসাইকেল আরোহীকে কারা উদ্ধার করে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা বলতে পারেনি হাইওয়ে পুলিশ। তবে কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে।
এদিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিদোয়ানুল হক জানান, রাত বারোটা ৫০ মিনিটের দিকে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিনুর রহমান সহ আরো কয়েক জন গুরতর আহত অবস্থায় একজন কে হাসপাতালে নিয়ে আসেন তখন আমরা দেখার পর তাকে মৃত ঘোষণা করি। তবে লাশটি এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে বলে জানান এ চিকিৎসক। রাত দেড়টায় এ রির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায় নি।