
নগরীর হালিশহর থানার মধ্যম রামপুর কেতুরা মসজিদ এলাকায় ৪তলা ভবনে কাজ করার সময় এক নির্মাণ শ্রমিক নীচে পড়ে গুরুত্বর আহত হয়েছেন। তার মাথার পিছনে লোহার রড ঢুকে কপাল দিয়ে বেরিয়ে গেছে।
মো. সুমন নামে এ নির্মাণ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশন থিয়েটরে তার মাথা থেকে রড বের করার চেষ্টা করা হচ্ছে।
সুমন রামপুর মাজার গলির ইউনুচ কন্ট্রাক্টরের অধিনে আবু তাহেরের ভবনে কাজ করছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় মধ্যম রামপুর হাফেজ বাড়ীর পিছনে চট্টগ্রাম ওয়াসার ইঞ্জিনিয়ার আবু তাহেরের চারতলা ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিক সুমন অসাবধানতাবসত উপর থেকে নিচে পড়ে যায়। এতে হাফেজ বাড়ীর বাউন্ডারী দেয়ালের একটি রড সুমনে মাথায় ঢুকে যায় পরে দেয়াল থেকে রড কেটে লম্বা রডসহ সুমনকে হাসপাতালে নেয়া হয় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, হালিশহর এলাকা থেকে মাথায় রডবিদ্ধ এক নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তার অপারেশন চলছে।