
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায়, বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু সংবর্ধনার আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-চট্টগ্রাম মহানগর কমিটি।
আগামীকাল ২৭ অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যা ৬ টায়,নগরীর দারুল ফজল মার্কেটস্হ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ।
উক্ত সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আওতাধিন সকল থানা ও প্রাতিষ্ঠানিক কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার সদয় অনুরোধ জানানো হয়েছে।