ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেওয়ানহাটে দোকানের মালিকানা নিয়ে বিরোধ: বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা মো.মহসিনের বিরুদ্ধে। মহসীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানাগেছে।

আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তার নিরাপত্তা ও দোকান ফেরত চেয়ে নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়ানহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে হামলার বিষয়টি অস্বিকার করেছেন মহসীন।

ক্ষতিগ্রস্থ ও হামলার শিকার ব্যবসায়ী জসিম উদ্দিন কর্তৃক দায়েরকৃত সাধারণ ডায়েরী থেকে জানা যায়, ব্যবসায়ী জসিম উদ্দিন তার মরহুম বড় ভাই আব্দুস সাত্তার সওদাগরের কাছ থেকে নগদ টাকার বিনিময়ে (সেলামী) ২০০৫ সালে দেওয়ানহাট মোড়ে দোকানটি ব্যবসার জন্য নেন। অনেকদিন নিজে ব্যবসা করার পর “মুম্বাই স্ইুটস“ নামক দোকানটি তিনি ভাড়া দেন। কিন্তু কথিত এ বিএনপি নেতা মহসীন নিজেকে দোকানের মালিক দাবী করে ভাড়াটিয়াকে ভাড়া দিতে নিষেধ করেন। ফলে গত ১বৎসর যাবৎ ভাড়াটিয়া ভাড়া না দিয়ে বিভিন্ন তালবাহানার আশ্রয় নেয়। অথচ মহসীন দোকানটি স্পষ্ট দলিলমূলে ২০০৩সালে সেলামিতে জসিম উদ্দিনের বড় ভাইয়ের নিকট হস্তান্তর করেন এবং জায়গার মালিক হিসেবে যে সম্মানী ভাড়া পাওয়ার কথা তা ২০২২ সালের জুন পর্যন্ত নিয়ে নেন।

হামলার শিকার ব্যবসায়ী জসিম উদ্দিনকে ভাড়া প্রাপ্তিতে বাধা ও নানারকম হুমকি ধামকির কারণে গত ১ অক্টোবরও ডবলমুরিং থানায় একটি জিডি (নং-৪২) দায়ের করেছিল।  তখন জিডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.হারুন অর রশিদের নিকট বার বার কথা দিয়েও দেখা না করে এড়িয়ে গেছেন এ মহসিন। বৈধ কোন কাগজপত্র না থাকায় তিনি থানায় আসতে অনীহা প্রকাশ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জসিম বিষয়টি আপোষ মিমাংসার মাধ্যমে সুরাহা করার জন্য একাধিকবার থানায় যোগাযোগ করেও কোন ধরণের সমাধান পাননি বলে জানান।

এদিকে রোববার জসিম উদ্দিন দোকানের ভাড়া আনতে গেলে মহসিন ১০/১২জন সন্ত্রাসীসহ সদলবলে এসে জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর জখম করে। তাকে মারতে মারতে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আক্রান্ত ব্যবসায়ী জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা শেষে থানায় আবারও জিডি লিপিবদ্ধ করেন। হামলাকারী মহসিনসহ আরো ২জন এবং অজ্ঞাত ৮/১০জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরী (নং-১৭৬৩) দায়ের করেন।

হামলার বিষয়ে জানতে চাইলে আক্রান্ত জসিম বলেন, আমি দোকানে গেছি ভাড়াটিয়ার সাথে কথা বলতে কিন্তু মহসিন এসে অতর্কিতভাবে আমার উপর হামলা করে। তার কাছে কোন বৈধ দলিলাদি নেই। তারপরও তিনি জোরপূর্বক দখল দোকানের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার পরিদর্শক হারুন অর রশিদ বলেন, মহসিনকে একাধিকবার ডাকার পরও তিনি আসেন নাই। ওনার কাছে কোন বৈধ ডকুমেন্ট থাকলে তা নিয়ে আসতে বললেও তিনি আসেন নাই। গতকাল জসিমকে মারধর করেছে বলে শুনেছি। জিডির মূলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

হামলা ও জবরদখলের বিষয়ে জানতে চাইলে জসিম পাঠক ডট নিউজকে বলেন- জায়গার মালিক আমি।  আমার শশুর আব্দুস সাত্তারকে এ দোকান ভাড়া দিয়েছিলাম।  তিনি কয়েকজন সাব ভাড়াটিয়ার দোকান ভাড়া দেয়।  জসিম তাদের একজন।   কিন্তু আমার শশুর মারা যাওয়ার জসিম নিজেই এই দোকান ও জায়গার মালিকানা দাবী করার কারণে এ ঝামেলা হচ্ছে।  গতকাল আমি আমার জায়গা থেকে তাদের বের করে দিয়েছি।  কোন হামলা বা মার ধরের ঘটনা ঘটেনি। আমার কাছে ভিডিও ফুটেজ আছে।  আপনারা দেখলে বুঝতে পারবেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print