
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন’র একান্ত সচিব মারুফুল হক চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিএমপির বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৬৮) করেছেন মারুফ।
জিডিতে বলা হয়, ২৯ অক্টোবর রাত ১১.৪৫ মিনিটে এ সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে। কল রিসিভ করার পর +৮৮০১৯৭৭০৭৯১৩৬ নাম্বার থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং “তোকে মেরে ফেলব বলে হুমকি দেয়। এরপর থেকে প্রাণনাশের শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
মারুফুল হক চৌধুরী পাঠক ডট নিউজকে বলেন, রাত ১১.৪৫ মিনিটের সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসার পর আমি রিসিভ করি।করার সাথে সাথে আপনি কে জিজ্ঞেস করলে সে উত্তর না দিয়ে বলে “তোর বাপ” এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে “তোকে মেরে ফেলব”। তোকে মেরে ফেললে ডাক্তার শাহাদাত কি করতে পারবে? আমি আবারো জিজ্ঞেস করি আপনি কে? সে আবারও গালিগালাজ করতে থাকে এবং বলে তোকে খুঁজছিলাম। এভাবে বারবার বলতে থাকলে আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিই।
মারুফ বলেন, আমার সাথে তো কারো কোন বিরোধ নেই, কারো সাথে গায়ে পড়ে পড়ে ঝগড়াও করি না। কিন্তু কেন আমাকে হুমকি দিচ্ছে? আমি জানি না।