
চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ৩ নেতা। গতকাল বুধবার রাতে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। মুক্তি পাওয়া ৩ নেতা হলেন জাতীয়য়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম নগর শাখার সহ-সভাপতি মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল ও যুগ্ন সম্পাদক সামিয়াত আমিন জিসান।
এর আগে গত মঙ্গলবার মহানগর দায়রা জজ আশফাকুর রহমান এর আদালত তিন ছাত্রদল নেতার জামিন মঞ্জুর করেন বলে জানান তাদের আইনজীবি এডভোকেট সিরাজুল আলম
উল্লেখ্য কোতোয়ালী থানায় ২০১৯ সালের ডিসেম্বরে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি গায়েবি মিথ্যা মামলায় গত ২৬ নভেম্বর মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল, সামিয়াত আমিন চৌধুরী জিসান ও মহসিন কবির আপেলের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এদিকে জামিনে মুক্তি পেয়ে ৩ ছাত্রদল নেতা তাদের নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানান। তারা জানান, আদালতে তারা তাদের রাজনৈতিক পরিচয় অস্বিকার করে জামিনের আবেদন করেন নি। বরং তারা তাদের দীর্ঘদিনের রাজনীতির কারণে সরকার ও প্রশাসনের মিথ্যা মামলার স্বীকার হচ্ছেন উল্লেখ আদালতে জামিনের আবেদন করেছেন বলে জানান।