
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সরকারের অনুদানে নির্মিতব্য ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠান বুধবার রাতে ধলঘাট প্রীতিলতা ট্রাষ্টে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আকতার, বক্তব্য রাখেন চলচ্চিত্রটির নির্মাতা প্রদীপ ঘোষ, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটন প্রীতিলতা ট্রাষ্টের সভাপতি পংকজ চক্রবত্তী, দিলীপ ঘোষ দিপু, প্রবোধ রায় চন্দন প্রমুখ।
পরে ধলঘাট গ্রামের প্রীতিলতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্পট শিশির ভেজা মঙ্গলবার রাতে ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়ে বুধবার রাতে শেষ হয়। এতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মাষ্টার দ্যা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেন কামরুজ্জমান অপু ক্যাপ্টেন ক্যামেরুনের চরিত্রে অভিনয় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রক্টর অরূপ বড়ুয়া, সৈনিক চরিত্রে অংশ নেন মাষ্টার প্রবোধ রায় চন্দন, জুয়েল দাশ, সুবল আচার্য্য, দূর্জয় চক্রবত্তী, বিকাশ দে, বাপ্পা রাজ রায়।

উল্লেখ্য, বৃটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ বীর কন্য প্রীতিলতা নিজের স্বদেশকে বৃটিশ শোষন থেকে মুক্ত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভারত সরকারের অর্থায়নে তার জীবনের উপর প্রতিপাদ্য করে এ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বলে মহরত অনুষ্টানে জানানো হয়। এতে এ চলচ্চিত্রটি সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হবে বলে ও আশা প্রকাশ করেন মহরত অনুষ্টানের প্রধান অতিথি চবির ভিসি. ড. শিরিন আকতার।