
চট্টগ্রামে পুলিশের উদ্ধার করা ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মনছুরাবাদ নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছিল নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগ। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে খাতুনগঞ্জের ব্যবসায়ী সাব্বির হোসেন ৩৮ টাকা দরে ৩ হাজার কেজি পেঁয়াজ কিনে নেন।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে এসব পেঁয়াজ পুলিশের তত্বাবধানে বিক্রি করা হয়েছে নিলামে।
সিএমপির নগর গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ৫ ডিসেম্বর মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ উদ্ধার করা হয়েছিল। এসব পেঁয়াজ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
তিনি বলেন, জব্দ করা এসব পেঁয়াজগুলো বিদেশ থেকে আমদানি করা। এসব পেঁয়াজ চুরি করে অন্যত্র সরিয়ে নিচ্ছিল একটি চক্র। পেঁয়াজসহ তিনজনকে হাতনাতে গ্রেফতার করা হয়েছিল।