
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে:
দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার প্রধানমন্ত্রী অ্যামব্রোস দালামিনীর মৃত্যু হয়েছে।
রাজতন্ত্র শাসিত আফ্রিকার এই দেশটির ৫২ বছর বয়সী প্রধানমন্ত্রী অ্যামব্রোস দালামিনী কোভিড -১৯- পজিটিভ হওয়ার পর গত দুই সাপ্তাহ আগে উন্নত চিকিৎসার জন্য জোহানসবার্গের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।দুই সাপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রবিবার তার মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যামব্রোস মান্ডভুলো দালামিনীর মৃত্যুকে দুঃখজনক ও অকালমৃত্যু বলে অবহিত করে বিবৃতি দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু।
রাজতন্ত্র শাসিত এই দেশটিতে অ্যামব্রোস দালামিনীকে ২০১৮ সালে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছিল।আফ্রিকা মহাদেশ এই প্রথম করেনা আক্রান্ত হয়ে কোন দেশের প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে।