
চট্টগ্রাম নগরীর বায়েজিদের রৌফাবাদ এলাকায় একটি টেম্পু উল্টে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত সিরাজুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার বগিরচরের মৃত শহিদুল ইসলামের সন্তান।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় তিনজন গুরতর আহত হয়েছে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার নিশ্চিত করে বলেন, এঘটনায় টেম্পুটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।