
চট্টগ্রামের ইপিজেড থানাধীন বেঁড়িবাধ সংলগ্ন জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাত ১০টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে বাংলাদেশ নৌ বাহিনী ও নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয়রা জানায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় ডিআইডি নিউটন দাশ পাঠক ডট নিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ইপিজেড, বন্দরসহ বিভিন্ন স্টেশন থেকে ৯টি গাড়ি গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেছে। আগুনে বেশ কিছু বস্তিঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।