গুম, খুন, ধর্ষণ, সহিংসতা ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৪অক্টোবর) জুমা নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে,যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে,দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমানের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার।
সমাবেশে বক্তারা হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন কর্তৃক এডভোকেট আলিফ হত্যা, গাজীপুরে ১৩ বছরের কিশোরীর গণধর্ষন, খতিব মাওলানা মুহিব্বুল্লাহকে গুম পরবর্তী হত্যাচেষ্টা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়ের নিজ মুসলিম ছাত্রীকে ধর্ষণের বিচার দাবী জানায়। তারা বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
