
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে:
দক্ষিণ আফ্রিকার সাথে করোনা ভ্যাকসিন ভাগাভাগি করবে কানাডা। করোনাভাইরাসের ভ্যাকসিন দক্ষিন আফ্রিকানদের জন্য অতিরিক্ত অর্ডার দেবেন কানাডা।
গতকাল মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো দক্ষিণ আফ্রিকার রাস্ট্রপতির সাথে দীর্ঘ ফোনালাপে এই তথ্য নিশ্চিত করেছে।
এই জাস্টিন ট্রুডো বলেন,দক্ষিণ আফ্রিকার করোনা আক্রান্ত রোগীর জন্য সকল ধরনের সহযোগিতা করতে কানাডা সবসময়ই প্রস্তুত রয়েছে।করোনা ভ্যাকসিন কানাডার জনগণের পাশাপাশি কানাডা সরকারের অর্থআয়নে দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য ভ্যাকসিন সরবরাহ করবে এমনকি যে ভ্যাকসিন বর্তমানে বাজারে এসেছে তা কানাডা সরকার দক্ষিণ আফ্রিকা সরকারের সাথে ভাগাভাগি করবে।
এসময় দক্ষিণ আফ্রিকার রাস্ট্রপতি সিরিল রামাপোসা ও কানাডার করোনা আক্রান্ত জনগণের পাশে থাকার আশ্বাস দেন এবং করোনা মোকাবেলায় কানাডার সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
দুই দেশের রাস্ট্রপতির ফোনালাপের বিষয়টি আজ বুধবার সকালে দক্ষিণ আফ্রিকার রাস্ট্রপতির দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।