ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকার পতনের হুঙ্কার দেয়ায় পটিয়া বিএনপি নেতা এনামসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হুঙ্কার দিয়ে অস্ত্র নিয়ে মাঠে নেমে সরকার পতনের বক্তব্যের দেওয়ায় পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনামসহ ৪০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজ শনিবার রাতে পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি করেছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার পাঠক ডট নিউজকে জানান, হুঙ্কার দিয়ে অস্ত্রসহ মাঠে নেমে সরকার পতনের উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছেন এর বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হয়েছে। এতে প্রধান আসামী বিএনপি নেতা এনামুল হক এনাম।

এতে এনামুল হক এনাম ছাড়াও আসামী করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মফজল আহমদ, খলিলুর রহমান বাবু, আবদুল মোনাফ, নুরুল আবছার, তরিকুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, মো. হায়দারসহ অজ্ঞাতানামা ৪০জন রয়েছে।

নেতা কর্মীদের অস্ত্র ও লাঠি নিয়ে মাঠে নেমে সরকার পতনের ডাক দিয়েছেন গত বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়ায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল দলের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। সম্প্রতি এনামুল হক এনাম উপজেলা বিএনপি’র আহবায়ক মনোনীত হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, সদ্য পটিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মনোনীত হওয়া এনামুল হক এনামকে শুভেচ্ছা জানাতে আসে কচুয়া ইউনিয়নের নেতা কর্মীরা। এ সময় তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এনাম।

বক্তব্যে এনাম বলেন, “এ সরকাকে পতন করতে হলে অস্ত্র লাগবে। লাঠি লাগবে। আপনারা খালি হাতে কেউ নামবেন না। কারণ এ দেশ চালাচ্ছে একটা ডাকাত সরকার। ইউনিয়র পরিষদ থেকে শুরু করে সব জায়গা ডাকাতের দখলে চলে গেছে। তাই তাদের উচ্ছেদ করলে হলে ঐক্যবদ্ধ ভাবে করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে। কোন কর্মীকে আঘাত করা হলে, ঐক্যবদ্ধ ভাবে তাদের আঘাত করুন। তাহলেই এ আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হবে। আপনার ভয় পাবেন না। আমাদের সরকার ক্ষমতায় আসবে। এনামুল হক এনাম উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে বাদী এজাহারে উল্লেখ্য করেন।”

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print