
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার নওশের আলী খানের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা শায়লা চৌধুরী আর নেই।
আজ সোমবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদে যোহর শেরশাহ কলোনী ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদে মাগরিব রাউজানের মোবারকখিল গ্রামে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শায়লা চৌধুরী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দুইমাস কলকাতা টাটা মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে বাংলাদেশে এনে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সোমবার মারা যান।
এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা শায়লা চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম সহ সাংবাদিক নেতারা।