
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১১ জানুয়ারী) চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে হুইপের স্বাস্থ্যের সবশেষ পরীক্ষা-নীরিক্ষা করে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।
বর্তমানে তিনি করোনা নেগেটিভ হয়ে সেরে উঠেছেন বলে জানিয়েছেন ডা. রেজাউল করিম । হাসপাতাল থেকে রিলিজ দেওয়ায় পর কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি।
হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার আব্বা এখন করোনা ভাইরাস মুক্ত। গত ২১ শে ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বাড়িতে চিকিৎসা গ্রহন করছিলেন। কিন্তু হঠাৎ ২৮ শে ডিসেম্বর উনার রক্তে অক্সিজেন লেভেল ৯০ এ নেমে আসে, সাথে সাথেই আমরা উনাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে যাই এবং ১০ দিন অক্সিজেন সাপোর্টে রাখি। ইম্পেরিয়াল হসপিটালের ডাক্তার রেজাউল ও উনার টিম প্রথম দিন থেকেই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আমার আব্বার যে যত্ন ও সঠিক পরিচর্যা করেছেন তার কোন তুলনা হয়না।আমার আব্বার এই কঠিন সময়ে সহায়তাকারী সকল চিকিৎসক ও নার্সদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি সার্বক্ষনিক আমার আব্বার সাথে হাসপাতালে থাকায় অনেকের ফোন হয়তো রিসিভ করতে পারিনি বলে দু:খিত।আমাদের পরিবারের সকল আত্মীয়, বন্ধু, আমার আব্বার রাজনৈতিক ও সামাজিক শুভানুধ্যায়ীবৃন্দ আপনাদের দোয়া ও মানসিক সাপোর্টের জন্য অশেষ ধন্যবাদ। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, ডাক্তারের পরামর্শ মতে আগামী কিছুদিন বাড়ীতে সম্পূর্ন বিশ্রামে থাকবেন তিনি।
প্রথমে তাকে চট্টগ্রামের বাসায় চিকিৎসা দেওয়ায় হয়। পরে তার শরিরের অক্সিজেন সারসিউশেন কমে যেতে থাকলে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রামের বিশেষায়িত ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে গতকাল তার করোনা রির্পোট নেগেটিভ আসলে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। কিছু দিন বাসায় থেকে বিশ্রাম নেয়ারও পরামর্শ দেন।