
আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। কিন্তু এ নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করেনি সরকার। তবে নির্বাচনের দিন চট্টগ্রামের শিল্পঞ্চল দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ও কেইপিজেড) এর সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভোটদানের সুবিধাত্বে এ দুটি কারখানার ১৭৭টি কারখানার প্রায় তিন লক্ষাধিক শ্রমিক ছুটির আওতায় থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সিইপিজেড মহাব্যবস্থাপক এনামুল হক বলেন, কর্ণফুলি ইপিজেড’র সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকরা যেন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারেন সে বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি।
এ ছাড়া, নির্বাচনের দিন যানচলাচলও কম থাকবে। কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সিটি করপোরেশনের নির্বাচনি এলাকায় এবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে না বলে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। গণপরিবহন চলাচলেও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘অনেক ভোটার শহরের বাইরে থাকতে পারেন। এ ছাড়া, সাধারণ ছুটি ঘোষণা করা হলে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।’