
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ভোট দিয়েছেন।
আজ বুধবার সকাল ৯টায় নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সুসম্পন্ন হবে এবং নৌকার নিরঙ্কুশ বিজয় হবে বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। ভোট কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্ট না থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে তারা (বিএনপি) কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি। এ সময় সারা শহরে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেন তিনি।

তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলমসহ নেতৃবৃন্দ। এর আগে সকাল ৭টায় তিনি তাঁর পিতা মাতা ও পূর্ব পুরুষদের কবর জেয়ারত করেন। এরপর তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে যান।