ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যেখানে নির্বাচনই হয়নি সেখানে বর্জন কিংবা প্রত্যাখানের কি আছে? আমীর খসরু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন শেষে জরুরী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যেখানে নির্বাচনই হয়নি সেখানে ভোট বর্জন কিংবা প্রত্যাখানের প্রশ্নই আসে না। তিনি বলেন আজ চট্টগ্রামে কোন নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে হামলা খুন সহিংসতা ভোট ডাকাতি হয়েছে। আর সন্ত্রাসীদের মিলন মেলা ঘটেছে। এটাকে নির্বাচন বলা যায় না। এটা মানুষের জীবন নিয়ে খেলা।

আজ বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- নির্বাচন কমিশন হচ্ছে কতগুলো তাবেদার সেখানে তাদের বসিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের ভোট চুরি ডাকাতি সম্পন্ন করার জন্য। আমি তাদের বিষয়ে বেশি কিছু বলতে চাই না।

সংবাদ সম্মেলনে বিএনপির ডা: শাহাদাত হোসেন বলেন-আমরা মরেন করেছিলা একটি উৎসবমূখর পরিবেশে একটি নির্বাচন করবো। আমরা মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। কিন্তু নির্বাচনটা আমাদের সাথে আওয়ামী লীগের হয়নি।

নির্বাচন কমিশনকে আমরা তিনটি দাবি জানিয়েছিলাম। ইভিএম মেশিনকে সুরক্ষা, এনআইডি ছাড়া কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিরাগতদের ঠেকানো। কিন্তু সেটা হয়নি, আমাদের নির্বাচন হয়েছে রাষ্ট্রযন্ত্রের সাথে।দিনভর বিভিন্ন সেন্টার ঘুরে দেখেছি আমার ভোটার, এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়েছে। নারী এজেন্টদের শাররিক নির্যাতন করে তাদের আহত করেছে।  প্রতিটি সেন্টারে হাজার হাজার বহিরাগতদের অবস্থান দেখেছি। ২০০ নেতাকর্মী আটক করা হয়েছে। আজকের এ নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে।

প্রশাসন থেকে নির্বাচন কমিশন থেকে আমরা কোন সহযোগিতা পায়নি। দিনভর কেন্দ্রে বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের রাজত্ব ছিল। প্রতিটা কেন্দ্রের বাইরে তারা হাজার হাজার বহিরাগতদের জড়ো করেছে। এবার ভোট ডাকাতির মাধ্যমে তাদের সে চেয়ারা আবার জাতির সামনে উম্মোচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক একরামুল করিম চৌধুরী, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, ইঞ্জি. বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print