
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের দিন নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ডে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হওয়া সেই চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীকে পুুলিশ গ্রেফতার করতে না। নির্বাচন শেষ হওয়ার ৩দিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেফতার না করায় সর্বত্র পুলিশী ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে পুলিশ বলছে তারা তাকে খুঁজছে। গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত আছে।
নির্বাচনের দিন প্রতিপক্ষকে অস্ত্র উচিয়ে গুলি করা সে সন্ত্রাসীর পরিচয় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে প্রশাসন। অস্ত্রধারী ছাত্রলীগ নেতা আ ফ ম সাইফুদ্দিন। সে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি বলে জানাগেছে।

জানাগেছে, গত বুধবার চসিক নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পাথরঘাটা এলাকায় একটি গলি থেকে বেরিয়ে সাইফুদ্দিনকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
ওই দিন পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অস্ত্র হাতে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর ছাত্রলীগ নেতা সাইফুদ্দিনের গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
অস্ত্রধারী সাইফুদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি।
এই বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, বিষয়টি আমাকে অনেকে জানিয়েছেন। ভিডিওটি দেখেছি। তবে আমি নিশ্চিত নই।’
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন যুগান্তরকে বলেন, ‘অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।
ভিডিও-