
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইমতিয়াজুল ইসলাম (১৬)।
আজ রবিবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে রাহাত্তারপুল শাহ আমানত সেতুর সংযোগ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে সাতকানিয়ার নজরুল ইসলামের ছেলে। তাদের বাসা বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় আহত একজনকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।