
চট্টগ্রাম জেলার পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় র্যাবের পৃথক অভিযানে ৩৬ হাজার ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা।
আজ সোমবার দুপুরে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানা যায়, রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন শান্তিরহাট মেসার্স ডিডি ফিলিং স্টেশন এর সম্মুখে দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫,৪৮০ পিস ইয়াবাসহ ৫ আসামী মোঃ সিরাজ (৩৮),ওমর ফারুক (২১),গফুর আলম (২৬),আমজাদ হোসেন (৪২) ও জিয়াবুল হক (৪২)কে আটক করা হয়।
অপর একটি অভিযানে আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মুহাম্মদ ইউনুচ এর বসত ঘরে অভিযান চালিয়ে মুহাম্মদ ইউনুচ (৪৫) ও মোঃ ইছহাক (৪৩) কে ১০,৬৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসআপি নুরুল আবছার।