
জেলার লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
আটককৃতরা হল কক্সবাজার চকরিয়া মাইছখাগড়া এলাকার মৃত মোঃ শফির ছেলে ফজলুল করিম (৪১), কক্সবাজার টেকনাফ শাপলাপুর বাহারছড়া এলাকার আবদুস সালামের ছেলে শফিকুল্লাহ (৩২) ও কক্সবাজার কুতুবপালং এলাকার আবু নছর এলাকার ওবাইদুল হক (২০)।
গত গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ৩ পাচারকারীকে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।