
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের সমর্থকদের এই সংঘর্ষে নিহত যুবকের নাম আলাউদ্দিন (৩২)।
মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টার দিকে বসুরহাট পৌরসভা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহত মো.আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে।

এসময় সংঘর্ষকারীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ, গাড়ি ও দোকানে ভাঙচুর চালায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন আমিসহ আরও চার পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন নামে একজন মারা যান। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছিল। সে ঘটনার জের ধরে রাতে ফের সংঘর্ষে আলাউদ্দিন নিহত হয়েছে। এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, নিহত আলাউদ্দিন তার যুবলীগ কর্মি। সে তার পাশের বাড়ির ছেলে। তিনি এ হত্যার জন্য কাদের মির্জাকে দায়ী করেন ।