ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও কারাবন্দি লায়ন আসলাম চৌধুরীকে রাজধানীর কোতয়ালী থানার নাশকতার একটি মামলায় তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এদিন শুনানি উপলক্ষে আসলাম চৌধুরীকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। আদালতে আসামিপক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের ওই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই হুমায়ন কবির গত ১৮ জানুয়ারি আসামিকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন আদালত আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে প্রডাকশন ওয়ারেন্ট জারি করে রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামসহ সমমনা ১২ ইসলামী দল হরতালের ডাক দেয়। এর সমর্থনে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালী থানাধীন বাবুবাজার জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে তারা সরকার ও শাহবাগ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ককটেল ও গুলি চালায়। এ ঘটনায় এসআই এরশাদ হোসেন বাদী হয়ে ওইদিন মামলাটি করেন। মামলায় ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও দুই থেকে আড়াইশ’ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এই মামলায় আসামি হিসেবে এবার আসলাম চৌধুরীকে গত ১৮ জানুয়ারি গ্রেফতার দেখায় পুলিশ।

এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print