
করোনা ভাইরাসের কারণে দেশের সংস্কৃতি বিকাশের অন্যতম মাধ্যম ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা এবারও স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে আবদুল জব্বারের বলী খেলা ও মেলা কমিটি এবারের মেলা স্থগিত করার কথা জানায়। করোনা মহামারীর কারণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ বলী খেলা ও মেলা স্থগিতের ঘোষণা দেন।
মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন- বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে জনসমাগম ঝুঁকিপূর্ণ হওয়ায় এবারও স্থগিত করা হয়েছে মেলা।
জানাগেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বদরপাতির ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ কুস্তি বা বলীখেলা প্রচলন করেন।
জব্বারের বলি খেলা এক ধরনের কুস্তি। যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হয়।চট্টগ্রামের ভাষায় এই খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় ‘বলি’।
শত বছরের ঐতিহ্য হিসেবে চট্টগ্রাম থেকে শুরু করে সারাদেশের মানুষের কাছে এই খেলা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বলী খেলা এবং খেলার আগে ও পরে মিলিয়ে তিন দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২০ সালেও করোনার কারণে ১১১তম জব্বারের বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছিল।
এ সময় সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলী খেলা ও মেলা কমিটির সহ সভাপতি সাবেক কাউন্সিলর এমএ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এসএম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব, আখতার আনোয়ার বাদল, আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।