
চট্টগ্রামে সৈয়দ মোহাম্মদ মাসুদ হোসাইন (৪২) নামে এক ট্রাভেল ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
নগরীর পাঁচলাইশস্থ একটি বেসরকারী হাসপাতালে ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবার রাতে বাসার উদ্দ্যেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মাসুদ হোসাইনের কোন খবর না পেয়ে তার পরিবার পরিজন উদগীব উৎকন্ঠায় সময় অতিবাহিত করছে।
এ ব্যাপারে শুক্রবার বিকেলে মাসুদ হোসাইনের স্ত্রী ফাতেমা ফেরদৌস মুক্ত নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছে। র্যাব-৭কে একটি অভিযোগ দেয়া হয়েছে।
জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটের দিকে শেভরণ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যান। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহ্নত ৩টি মোবাইল ফোন বন্ধ রয়েছে।
রাতে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া পাঠক ডট নিউজকে বলেন মাসুদ নামেএক ব্যাক্তি নিখোঁজের একটি জিডি হয়েছে। মাসুদের স্ত্রীর অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। তার ফোন নম্বরের মাধ্যমে তিনি কোথাই আছেন তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
নিখোঁজ মাসুদের গ্রামের বাড়ি রাউজান উপজেলার মিরাপাড়াযর সৈয়দবাড়ী বলে জানা গেছে। তিনি পরিবার নিয়ে নগরীর চকবাজার দেবপাহাড় এলাকায় থাকেন।